Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরেঃ
মৎস্য অধিদপ্তরের ঝিনাইদহ জেলার মহেশপুরের  অফিসটি যশোর- চৌগাছা সড়কের হামিদপুর পাড়ায় অবস্থিত । দপ্তর প্রধানের পদবী- উপজেলা মৎস্য কর্মকর্তা, ফোন নং ০৪৫২- ৫৫৬২৩৭, ই্-মেইল নং-ufomoheshpur@fisheries.gov.bd ।          
উপজেলার এই অফিস হতে ১২টি ইউনিয়নের  মৎস্যজীবী,মৎস্যচাষীদের মৎস্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা,প্রশিক্ষণ প্রদান ও পরামর্শ প্রদান করা হয় । 

কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ :  
•    মৎস্য সম্প্রসারণ কার্যক্রম
•    রাজস্ব  ও  উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন
•    মৎস্য বিষয়ক তথ্য সংগ্রহ এবং তার আলোকে ব্যবস্থা গ্রহণ  ও বাস্তবায়ন 
•    মৎস্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কার্যক্রম তদারকি ও বাস্তবায়ন
•    মৎস্য সংরক্ষন আইন , মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রন), মৎস্য খাদ্য আইন,মৎস্য হ্যাচারী আইন বাস্তবায়ন
•    বিল ও বাওড়  মৎস্য উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবিদের  আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা পালন
•    অত্র উপজেলাধীন নদী-নালা,খাল-বিল,বাওড়,পুকুর ও বিভিন্ন জলাশয় সমূহে বাস্তবায়িত মৎস্য বিষয়ক সকল কর্মকান্ড তদারকি,পর্যালোচনা ও এতদবিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা